s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

চবিতে দুই ভর্তিচ্ছুকে ছাত্রলীগের মারধর, টাকা-মোবাইল-ছিনতাইয়ের অভিযোগ

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সি-ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থীকে মারধর করে স্বর্ণের আংটি, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পরীক্ষার্থী।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার দুই পরীক্ষার্থী হলেন— চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আরাফাত হোসেন ও রাউজান উপজেলার বাসিন্দা আকতার হোসেন।

ছিনতাইয়ের এই ঘটনায় অভিযুক্তরা হলেন— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইবনুল, রনি ও জাবেদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের জুয়েল। তারা সবাই শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী। এই গ্রুপের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

অভিযোগপত্রে ছিনতাইয়ের শিকার এক শিক্ষাথী বলেন, ‘ভর্তি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় রেলস্টেশনে ৮-৯ জন ছেলে আমাদের ডেকে র‍্যাগ দেন। শরীর অসুস্থ থাকায় আমরা সেখান থেকে চলে আসতে চাইলে আমাদের গালিগালাজ করে মারধর শুরু করেন।’

ওই শিক্ষার্থী বলেন, ‘এ সময় আমাদের একজনের মাথা ফেটে যায়, আরেকজন আহত হই। পরে আমাদের দুইজনকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে নিয়ে যান তারা। আমাদের ম্যানিব্যাগ, মোবাইল ও একটি স্বর্ণের আংটি নিয়ে যান। মানিব্যাগে ৩ হাজার ৯০০ টাকা ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের পরিচিত এক বড় ভাইকে ফোন করলে তিনি আমাদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন।’

Din Mohammed Convention Hall

অভিযোগে বলা হয়, ছিনতাইকারী শিক্ষার্থীদের গায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের টি-শার্ট ছিল।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুইজন ভর্তি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি আমরা। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm