s alam cement
আক্রান্ত
১০২১৮২
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২১

নতুন কমিটি পেল আনোয়ারা প্রেসক্লাব

সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক হুমায়ুন কবির শাহ্

0

উৎসবমুখর পরিবেশে আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আনোয়ারার একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।

এতে ভোটারদের সরাসরি ভোটে দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একেএম নুরুল ইসলাম সভাপতি ও দৈনিক পূর্বকোণের আনোয়ারা সংবাদদাতা হুমায়ুন কবির শাহ্ সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর আনোয়ারায় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হল।

সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের আনোয়ারা প্রতিনিধি খালেদ মনছুর প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডিএইচ মনছুর।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm