চবির বি ইউনিটের ফল প্রস্তুত, প্রকাশ কাল

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন ইউনিট কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

তিনি বলেন, বি ইউনিটের ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলে জমা দিয়েছি। ওনারা চাইলে যেকোনো সময় প্রকাশ করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা ফলাফল কিছুক্ষণ আগে পেয়েছি। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল প্রকাশ করবো।

এর আগে শনিবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯ টি কেন্দ্রে দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ২৮৯ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ৩১৮ জন।

Yakub Group

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm