চট্টগ্রাম নগরীর মেডিকেল এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফুটপাত দখল ও মাংসবিহীন দিনে মাংস বিক্রির দায়ে আরও ১২ ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল এলাকায় দোকানের সামনের ফুটপাত দখল ও ফুটপাতে ময়লা ফেলার দায়ে তিন ব্যক্তিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাংসবিহীন দিনে মহানগর এলাকায় মাংস বিক্রির অপরাধে সদরঘাট রোডে তিন দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের আরেক অভিযানে বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা ও তেলিপট্টি এলাকায় ফুটপাত দখলের দায়ে ৬ ব্যক্তির কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘ফুটপাত দখল ও মাংস বিক্রির দায়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
আরএম/ডিজে