চবির শাটল ট্রেনের আঘাতে নানি-নাতির মৃত্যু

Nagad-Mobile

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের আঘাতে নাতি ও নানির মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)। তারা বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় পাঠানপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

s alam president – mobile

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘ট্রেনের ধাক্কায় গুরুতর আহত দু’জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!