ট্রেন থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু মিরসরাইয়ে

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ে ঢাকামুখি লাইনে সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অন্তর মিয়া (২৩) নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া এলাকার মৃত ছলিমুল্লাহর ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

s alam president – mobile

অন্তর মিয়ার বড় ভাই রুবেল মিয়া বলেন, ‘ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার অন্তরসহ ৯ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যায়। রোববার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাগরিকা ট্রেনে ওঠে। রোববার সকালে পুলিশ মোবাইলে কল দিয়ে জানায়, আমার ভাই আর বেঁচে নেই। ঈদের আনন্দের মধ্যে প্রিয় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ আমাদের পুরো পরিবারকে হতভম্ব করে দিয়েছে। পুরো গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। লাশ গ্রহণের জন্য নরসিংদী থেকে আমরা রওয়ানা দিয়েছি।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোরশেদ আলম বলেন, ‘রোববার সকাল সাড়ে ৯টায় মিরসরাইয়ের শেখের তালুক এলাকায় ঢাকামুখি সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’

লাশ হস্তান্তরের জন্য অন্তর মিয়ার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!