s alam cement
আক্রান্ত
৫০২৮০
সুস্থ
৩৬৬২৪
মৃত্যু
৫৩৫

চমেকে ইন্টার্ন ডাক্তারদের উপর হামলা : দুই আসামি পুলিশের কব্জায়

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের উপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

রোববার (২ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন- রবিউল হোসেন রাজু ও মো. হানিফ। তারা দুজনই চমেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় চমেক ছাত্রলীগের সভাপতি ডা. হাবীবুর রহমানের দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম।

এরআগে গত ২৭ এপ্রিল চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার বিচারের দাবিতে টানা চারদিন কর্মবিরতি পালন করে ইন্টার্ন চিকিৎসকরা। পরে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ এই হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ২ মে দুপুরে ধর্মঘট স্থগিত করে ইন্টার্ন ডাক্তাররা৷ এর কয়েক ঘন্টার মধ্যে এই মামলার দুই আসামি গ্রেপ্তার হলো।

এআরটি/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm