s alam cement
আক্রান্ত
৫০৪৭৮
সুস্থ
৩৬৭০৮
মৃত্যু
৫৪০

ঈদে পছন্দের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

0

চট্টগ্রামের আনোয়ারায় ঈদে পছন্দের জামা না পেয়ে সায়মা আকতার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (৩ মে) বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত ওই কিশোরী স্থানীয় চাঁপাতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়মার মা রাবেয়া খাতুন পাড়া-মহল্লায় ফেরি করে নতুন কাপড় বিক্রি করেন। তারমধ্যে একটি জামা সায়মার পছন্দ হলে ঈদের জন্য মায়ের কাছে জামাটি আবদার করে ওই কিশোরী। কিন্তু তার মা জামাটি দিতে অপারগতা জানালে সায়মা নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ঈদের জামা না পেয়ে অভিমান করে সায়মা নামের এক কিশোরীর আত্মহত্যার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm