চলন্ত পিকআপে গাছ পড়ে এক জনের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চলন্ত পিকআপের ওপর গাছ উপড়ে পড়ে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ছয় জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিজান। তিনি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের হাস কামাল হোসেনের ছেলে।

আহতরা হলেন—হানিফ, রুবেল, ওসমান, আলভী, নজরুল ও বাপ্পী। তাদের বাড়ি কক্সবাজার, চকরিয়া ও মহেশখালী এলাকায়।

জানা গেছে, মহাসড়কে একটি মরা গাছ চট্টগ্রাম অভিমুখী চলন্ত মিনি ট্রাকের ওপর ভেঙে পড়ে। এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং ছয়জন আহত হন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, গাছ পড়ে আহত ছয় ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, চকরিয়ার বদরখালী থেকে একটি মালবাহী ট্রাক মাছ বহন করে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসে নয়াপাড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মিজানের মরদেহটি বাড়িতে নিয়ে যান।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm