টমটম জিম্মি করে চাঁদাবাজির চেষ্টা, যুবক গ্রেপ্তার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় টমটম (ম্যাজিক রিকশা) জিম্মি করে চাঁদাবাজির সময় পুলিশের হাতে মো. নাসির (৩৭) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে।

রোববার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে টমটমটি ভাড়া করে নাসির। এর আড়াই ঘণ্টার পর রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া বোর্ড অফিস এলাকা থেকে পুলিশ টমটমটি উদ্ধার করে। এই সময় নাসিরকে গ্রেপ্তার করা হয়।

নাসির লোহাগাড়া উপজেলার চাকফিরানি নতুন পাড়ার মৃত বশির আহম্মদের ছেলে।

s alam president – mobile

টমটম চালক আব্দুল হাকিম বলেন, ‘রোববার বিকালে সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে চার যুবক আমার টমটমটি ভাড়া করে বড়হাতিয়ার মনু ফকির হাটের স-মিলের পাশে নিয়ে যায়। আমাকে ভাড়া না দিয়ে উল্টো চড়- থাপ্পড় দিয়ে বিদায় করে তারা। পরে মোবাইল ফোনে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি থানার ওসিকে জানালে তিনি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে টমটমটি উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করেন। তবে অন্য তিনজন পালিয়ে যায়।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, ‘এই বিষয়ে ঘটনার দিন রাত ১০ টার দিকে টমটম চালক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার আড়াই ঘণ্টার মধ্যে থানার অফিসার নাহিদ সবুজ, আবদুর রহিম, আবু বক্কর ও মহি উদ্দীন তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার ও টমটমটি উদ্ধার করেন। গ্রেপ্তার আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!