চান্দগাঁওয়ে রাস্তায় পড়েছিল যুবকের লাশ, ছিল মদ পানের অভ্যাস

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই এলাকার শংকর দেওয়ানজিরহাটের লায়লা স্টোরের সামনে রাস্তার উপর থেকে যুবকের লাশ উদ্ধার হয়।

মৃত শাহাবুদ্দিন (৩২) রাঙ্গুনিয়া জেলার শামসুল আলমের ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও থানার রবির কলোনিতে থাকতেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, ‘চান্দগাঁও থানার গরুর ফার্ম সংলগ্ন লায়লা স্টোরের সামনে শাহাবুদ্দিন নামের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে মৃত শাহাবুদ্দিন নিয়মিত মদ পান করত বলে জানা গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm