চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর থেকে ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পুষ্টি কোম্পানির এ তেল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ কারখানা থেকে ময়মনসিংহ টিসিবির ডিলারের গুদামে যাওয়ার কথা ছিল।
কিন্তু ট্রাকসহ চালানটি চলে আসে ফটিকছড়ি কাঞ্চননগরে। গত ১৯ অক্টোবর এ তেলের চালানটি ছিনতাই হয়।
এ ঘটনার ট্রাকের ট্রান্সপোর্ট কোম্পানি অভিযোগ দায়ের করেন নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ড্রাইভারের অবস্থান সনাক্ত হলে শনিবার (২২ অক্টোবর) ফটিকছড়ির কাঞ্চননগর থেকে পুলিশ তেলের বড় এ চালানটি উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত তেলের মধ্যে ৭৫০টি বোতলে মোট ১৫ হাজার লিটার তেল রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা ও ফটিকছড়ি থানা পুলিশ।
ফটিকছড়ির পাইন্দং এলাকার ওসমান নামের এক ব্যাক্তি সয়াবিন তেলগুলো ফটিকছড়ির কাঞ্চননগরে নিয়ে আসেন বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুপার অয়েল রিফাইনারি থেকে ট্রাকভর্তি সয়াবিন তেলের চালানটি ময়মনসিংহ যাওয়ার কথা। কিন্তু চোরদের যোগসাজশে এটি নিয়ে আসা হয় ফটিকছড়িতে। অবশেষে কাঞ্চননগর থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে। যা আমরা জব্দ করেছি। ট্রাকের ড্রাইভার নাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।’
এএস/এমএফও