চান্দগাঁওয়ে ১৫০০ ইয়াবাসহ বিক্রেতা আটক

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা বাসস্ট্যান্ড থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রেতার কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত ১২টার দিকে আকতার ফারুক (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটক ফারুক টেকনাফ থানার ৮ নম্বর ওয়ার্ডের আমির হোছেমের ছেলে।

আটকের বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, আটক ফারুক দীর্ঘদিন ধরে টেকনাফসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামে বিক্রি করছিলো। চান্দগাঁও থানার একটি টিম অভিযান চালিয়ে মোহরা বাসস্ট্যান্ডের সামনের একটি দোকান থেকে ফারুককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ফারুকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ে করা হয়েছে।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm