s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

ছিনতাইকারী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

0

চট্টগ্রামে ছিনতাই হওয়া মালামালসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় আকবরশাহ থানাধীন হারবাতলী পাহাড় হতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীর নাম নুর নবী প্রঃ বাবু (১৯)।

গত ১ এপ্রিল হারবাতলী মুজিব ঘোনাস্থ নন্দন পাহাড়ে ঘুরতে যাওয়া তানভীরুল হাসান নিহান (১৪), তার খালাত ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম (১৮) এবং নিহানের বন্ধু ইয়াকুব আলী নাফিসকে (১৪) ছুরিকাহত করে নুর নবী। এ ঘটনায় নুর নবীকে গ্রেপ্তার করে পুলিশ।

আকবর শাহ থানা সূত্রে জানা গেছে, গত এক এপ্রিল খালাতো ভাই নিহান সহ পাহাড়ে ঘুরতে গেলে ছিনতাইকারীদের কবলে পরে তারা। এসময় ছিনতাইকারীরা চাকু দিয়ে সাইফুল ইসলামকে ডান পায়ে গুরুতর ছুরিকাঘাত করে ২টি ফোন সেট, নগদ আট হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সাইফুল ইসলাম (১৮) থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নুর নবীকে গ্রেপ্তার করে।

পরে নুরনবীর দেয়া তথ্যে হারবাতলী কবিরের পাহাড় থেকে ছিনতাইয়ে ব্যবহৃত আলামত ধারালো ছোরা এবং লুন্ঠিত ১টি মোবাইল ফোন সেট ও নগদ ২,২১০/-(দুই হাজার দুইশত দশ) টাকা উদ্ধার করা হয়। নুর নবী সহ তার সঙ্গীদের বিরুদ্ধে আগেও ওই এলাকায় ছিনতাইয়ের অভিযোগে আগেও মামলা ছিল বলে আকবর শাহ পুলিশ সূত্রে জানা গেছে।

Din Mohammed Convention Hall

এআরটি/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm