s alam cement
আক্রান্ত
৫১০১৯
সুস্থ
৩৭০৬২
মৃত্যু
৫৫৫

ছিনতাই রিকশাসহ ৩ ছিনতাইকারি ধরা

0

মিরসরাই থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত একটি রিকশা উদ্ধার করেছে পুলিশ, এসময় ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ৩ ছিনতাইকারীকে আটক করা হয়।

শনিবার (৮ মে) সীতাকুণ্ড ও নগরীর ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নোয়াখালী জেলার চরজব্বর থানার পাংকার বাজার গ্রামের সিরাজের পুত্র জয়নাল আবেদীন, চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন পান্নাপাড়া এলাকার সুলতান আহম্মদ এর পুত্র মো. রহমান প্রকাশ লেদু ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার স্টেশনপাড়া গ্রামের মো. বাবুলের পুত্র আনোয়ার হোসেন।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, গত ৭ মে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মিরসরাই থানায় ৩৯৪ ধারায় মামলা নং-৪ দায়ের করা হয়। তারই সূত্র ধরে মিরসরাই থানা পুলিশের একটি টিম সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন নামে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে অপর ২ আসামিকে আটক করা হয়।

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm