চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন হোটেল ব্যবসায়ী মোহাম্মদ ইসহাক (৫৬)। তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দীঘির নামা এলাকার তেলি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘাতক ছোট ভাইয়ের নাম মোহাম্মদ ইব্রাহিম (৪৬)।
স্থানীয়রা জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হলেও মীমাংসা না হওয়াতে উভয়ের পরিবারের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাঁটি লেগে থাকত। সোমবার সকালে বড় ভাই ইসহাক রান্নাঘর মেরামতের কাজ করছিলেন। এসময় ছোট ভাই ইব্রাহিম তারা জায়গার উপর খুঁটি বসানোর অভিযোগ আনলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ইব্রাহিম রড দিয়ে বড় ভাইকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় বড় ভাইয়ের স্ত্রী কোহিনুর বেগম স্বামীকে রক্ষা করতে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে ইব্রাহিম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। কিন্তু চমেক হাসপাতালে পৌঁছানোর আগেই মোহাম্মদ ইসহাক মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বিকেল চারটার দিকে মোহাম্মদ ইসহাক চমেকে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী কোহিনুর বেগম চিকিৎসাধীন আছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সীতাকুণ্ড সন্দ্বীপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ