s alam cement
আক্রান্ত
৪৪৮৬০
সুস্থ
৩৪৮৩০
মৃত্যু
৪৩০

৮ মামলার আসামির ঘরে মিলল ৩০০ রাউন্ড কার্তুজ

0

চট্টগ্রামের পটিয়ায় ৮ মামলার আসামির ঘর থেকে উদ্ধার হয়েছে ৩০০ রাউন্ড কার্তুজ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সোমবার (১২ এপ্রিল) গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সালেহ আহমদের ছেলে জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে এ কার্তুজগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জসিমের বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবাসহ ৮টি মামলা রয়েছে। উদ্ধার কার্তুজগুলো নতুন। ধারনা হচ্ছে, এসব কার্তুজ সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য ঘরে মজুদ করা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, পুলিশ গত কয়েকদিন ধরে পটিয়ায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। হেফাজতে ইসলাম গত ২৬ মার্চ বিক্ষোভের নামে পটিয়া থানায় ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় থানায় মামলাও হয়। এর প্রেক্ষিতে পুলিশ পটিয়ায় অভিযান শুরু করেছে। অভিযানে সোমবার রাতে জসিমের ঘরে তল্লাশি চালিয়ে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ওসি।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm