চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইছমত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দূপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরের বাড়ি এলাকার তাজুর মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইছমত আলী একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
খোজঁ নিয়ে জানা যায়, ইছমত আলী ও তার ভাতিজাদের সঙ্গে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। সোমবার দুপুরে বিরোধীয় জায়গা পরিমাপ করার সময় প্রতিপক্ষের হামলায় ইছমত আলী গুরুতর আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইছমত আলী মারা যান বলে নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারেকুল ইসলাম স্যার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে।
এসএ