চট্টগ্রামের আনোয়ারার কালাবিবি দীঘির মোড়ে একটি মৎস্য আড়তে অভিযানকালে মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় সিলগালা করে বন্ধ করে দেওয়ার ৩দিন পর আড়তটি খুলে দেওয়া হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুচলেখা নিয়ে এবিসি নামের এ মৎস্য আড়ত খুলে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, মুচলেখা নিয়ে আড়ত খেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেদিনের বিষয়টি পুরোপুরি শেষ হয়নি।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে কালাবিবি দীঘির মোড়ে এবিসি মৎস্য আড়তে জেলিযুক্ত চিড়িং মাছ বিক্রির খবর পেয়ে অভিযানে যান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জাহেদ আহমদ ও মৎস্য অফিসের কয়েকজন। এ সময় আড়তের মালিক শাহেদুল আলম ও তার লোকজন অভিযান টিমের লোকজনকে মারধর করেন। পরে চাঁদা দাবির অজুহাতে তাদের লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়ে আড়তটি বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী ঘটনাস্থলে গিয়ে আড়তটি সিলগালা করে বন্ধ করে দেন।
এবিসি মৎস্য আড়তদার মোহাম্মদ শাহেদুল আলম বলেন, ইউএনও স্যারের নির্দেশে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। আমি ভবিষ্যতে এ ধরনের কাজ করবো না মর্মে লিখিত দিয়েছি। এরপর আড়ত খুলে দিয়েছেন।
এসএ