s alam cement
আক্রান্ত
৯০৫২১
সুস্থ
৫৭৬৮১
মৃত্যু
১০৫৯

জায়গার বিরোধে চাচার ছুরিতে ভাতিজা আহত

0

জায়গা-জমির বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে আহত হলেন ভাতিজা। চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শনিবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের পরিবারের বিরোধ চলছিল। এর মধ্যে শনিবার কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আবু তাহের লেদু ভাতিজা আবু মুনছুরকে (৩৭) ছুরিকাঘাত করেন।

আহত আবু মুনছুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মুনছুরের ছোট ভাই মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, ‘শনিবার বিকেলে বাড়িতে জায়গার বিরোধ জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আবু তাহের লেদু আমার বড় ভাই মুনছুরকে পেটে ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি (মুনছুর)।’

‘পরে আমরা উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি স্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ডাক্তাররা চমেক হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে চমেক ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শিলাব্রত বড়ুয়া বলেন, ‘ফটিকছড়ি থেকে ছুরিকাঘাতে আহত একজনকে সন্ধ্যার দিকে চমেক হাসপাতালে নিয়ে আনা হয়েছে। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

মুআ/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm