চট্টগ্রামে করোনা শনাক্তে উত্থান-পতন নিয়মিত ঘটনা হলেও মৃত্যুতে খুব একটা পরিবর্তন ঘটছে না। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও জোড়া প্রাণ। একই সময়ে ২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ এবং উপজেলা পর্যায়ে ৫ জন।
শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের ১টি ল্যাব মিলে ১ হাজার ৪৩২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৮ জনের। তাতে করে চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৭৫২ জন। এর মধ্যে নগরে ৭৩ হাজার ৬৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৫৮ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজারন৩০১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭১৮ এবং উপজেলায় ৫৮৩ জন।
ল্যাবভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।
শেভরণে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনে শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ল্যাব এইডে নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলা পর্যায়ে শনাক্ত ৫ জনের মধ্যে রাউজানে ৫ জন এবং বোয়ালখালীতে ১ জন। এছাড়া, এদিন চট্টগ্রামের অন্যান্য উপজেলায় করোনা রোগী পাওয়া যায়নি।
এমএহক