s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

ট্রাকের চাকায় পিষ্ট কিশোরের প্রাণ, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে জনতার অবরোধ দীর্ঘ যানজট

0

চট্টগ্রামের উত্তর ফতেয়াবাদ ধোপারদিঘি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১৫ বছর বয়সী শুভ দাশ নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে উল্টো পথ দিয়ে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।

ট্রাকের (চট্টগ্রাম -ট- ১১-১২৭৯) চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আটকা পড়ে নাজিরহাট, খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি অভিমুখী শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। পরে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ব্যারিকেড সরিয়ে দিলে যান চলাচল স্বভাবিক হয়।

সড়ক দুর্ঘটনায় কিশোর শুভ দাশের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি জনতা আটক করেছে। সেটির চালক ও হেলপার পলাতক রয়েছে। থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

নিহত শুভ দাসের বাড়ি কুমিল্লায়। সে মা বাবার সাথে ওই এলাকায় বসবাস করতো।

এএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm