s alam cement
আক্রান্ত
৩৮৭৫৫
সুস্থ
৩৩৬৬৭
মৃত্যু
৩৮৪

ট্রাক-লরি সংঘর্ষে সড়কে ঝরল দুই প্রাণ

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুজন। নিহত দুজন ট্রাকের চালক ও সহকারী চালক।

বুধবার (২৪ মার্চ) ভোরে বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি গেট সংলগ্ন চারাল কান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মো. মাহবুব (৩৫)। তিনি নওগাঁ সদরের দৌগাছি গ্রামের মোহাম্মদ মোতালেবের পুত্র। নিহত অপর ব্যক্তি গাড়ির সহকারী চালক (হেলপার) মোহাম্মদ হাবিব (৩০) নওগাঁ সদরের শান্তার হাট উপজেলার বানগাঁও গ্রামের মোহাম্মদ সেলিমের পুত্র।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, ‘ভোর সাড়ে চারটার দিকে দুর্ঘটনার খবর পান তারা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় লাশ দুটি উদ্ধার করতে সক্ষম হন। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে লরির পেছনের অংশের সাথে আটকে থাকে।’

তিনি আরও জানান, পরবর্তীতে লাশ দুটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Din Mohammed Convention Hall

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm