s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

করোনার চেয়েও ভয়ংকর প্রাণঘাতী ‘ক্যানডিডা অরিস’, নতুন মহামারীর লক্ষণ

0

করোনায় চেয়েও ভয়ংকর এক মহামারী দেখা দেওয়ার উপক্রম হয়েছে বিশ্বজুড়ে। ক্রমশ বেড়ে উঠছে ওষুধ প্রতিরোধী ফাঙ্গাস বা ছত্রাক ‘ক্যানডিডা অরিস’। তার ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে। জানা গিয়েছে, এই সুপারবাগ ভারতের নির্জন বালিময় সমুদ্রের ধারে খুঁজে পাওয়া গিয়েছে।

ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অনুরাধা চৌধুরি মাটি ও পানি থেকে ৪৮টি নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে ৮টি পাওয়া গিয়েছে আন্দামান থেকে। গবেষণা বলছে, তাপমাত্রা বৃদ্ধির কারণেই বৃদ্ধি পাচ্ছে এর সংক্রমণের হার।

কী এই ক্যানডিডা অরিস
১০ বছর আগে এর সন্ধান পাওয়া যায়। ক্যানডিডা অরিস বা সি. অরিস হচ্ছে এক ধরণের ইস্ট বা ফাঙ্গাস বা ছত্রাক যা মানব দেহে সংক্রমণ তৈরি করতে পারে। ক্যানডিডা ছত্রাক আমাদের ত্বকে কোন ধরণের ক্ষতি না করেই বসবাস করে। এটি আমাদের শরীরে রক্তস্রোত বা ফুসফুসে চলে গেলে সংক্রমণ তৈরি করতে পারে।

ক্যানডিডা অরিসে সংক্রমণ বেশ মারাত্মক। নিঃশ্বাস-প্রশ্বাস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ এবং ত্বকেও সংক্রমণ ঘটায়। এই ছত্রাক সাধারণত ওষুধ প্রতিরোধী হওয়ায় এর সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়ে। সি. অরিসের সংক্রমণরোধী ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে।

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm