চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও এক নারীর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ আগস্ট) মারা যান তিনি।
মৃত নারীর নাম মনোয়ারা বেগম। তিনি সীতাকুণ্ডের ফকিরহাটের বাসিন্দা ছিলেন। গত ৩০ জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন।
মনোয়ারা বেগমের জামাতা আবদুল মতিন বলেন, ‘আমার শাশুড়ি ১৫ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হওয়ার পর থেকে তার হৃদরোগ জটিলতা ও উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়। গত ২৫ জুলাই তিনি আবার জ্বরে আক্রান্ত হন। পরে ডেঙ্গু টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ হয়। এরপর তাকে আবারও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তার প্রেসার কমে যেতে শুরু করে, প্লাটিলেটও কমে যায়। বুধবার দুপুরে মারা যান আমার শাশুড়ি।’
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫২ জন। মারা গেছেন ১ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এই পর্যন্ত মারা গেছেন ২৭ জন।
আইএমই/ডিজে