ডেঙ্গুতে মিরসরাইয়ের ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদুল ইসলাম (৪৩) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদুল ইসলাম মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার বশির উল্লাহ ভূঁইয়া বাড়ির মৃত মকছুদ আহমদের ছেলে।

তিনি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল হেড অফিসের স্টক এক্সচেঞ্জ অফিসার পদে কর্মরত ছিলেন।

শহীদুল ইসলাম ৫-৬ দিন আগে কাকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

তার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!