ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর তুর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ জুলাই) রাত ১১টার পরপর ট্রেনটি কদমতলী এলাকায় পৌঁছলেই বাইরে থেকে চলন্ত ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের হাত থেকে মোবাইল ছিনতাই করে কয়েকজন যুবক।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।
ওই ফুটেজে দেখা যায়, চলন্ত ট্রেনের পাশের রেললাইনের উপর ১০-১২ যুবক দাঁড়ানো। ট্রেনটি তখন কদমতলী এলাকা অতিক্রম করছিল। গতি ছিল কম। এ সময় দুই যুবক একদম কাছে চলে যায় ট্রেনের। একপর্যায়ে বাইরে থেকে জানালার দিকে লাফ দিয়ে যাত্রী হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী মো. ফয়সাল (৩০)। তিনি আকবরশাহ থানার রেলওয়ে হাউজিং এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমিসহ আরও দুই জন যাত্রী একই কেবিনে এই ঘটনার শিকার। তারা চলন্ত ট্রেন থেকেই মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে গেছে।’
এ প্রসঙ্গে জানতে রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিমকে মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সিআই আমান উল্লাহ বলেন, ‘কেবিনের সামনের ডিউটি জিআরপি পুলিশের, আমাদের নয়। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ছিনতাই বিষয়ে আমাদের জিরো টলারেন্স।’
জেএস/এমএফও