ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রুহুল আমিন হোসেন (৩১)। তিনি ভোলা জেলার লালমোহন থানাধীন বদরপুর গ্রামের বিল্লাত কারিগরের ছেলে।

s alam president – mobile

খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময়ে ঢাকামুখি কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেন ভাটিয়ারী এলাকা অতিক্রম করছিল। রুহুল আমিন ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গেলে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রুহুল আমিনের বোন কুলসুম জানান, রুহুল আমিন গত তিনদিন আগে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে ভাটিয়ারী এলাকায় আসে। সকালে রেললাইনে হেঁটে যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়।

এই ব্যাপারে চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আল নোমান বলেন, ‘ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Yakub Group

এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!