ডেঙ্গু প্রতিরোধে জনগণের ভূমিকাও প্রয়োজন, খাল-নালা পরিদর্শনে মেয়র রেজাউল

ডেঙ্গুর জীবাণুবাহী মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৬জুলাই) নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল-নালা-সড়ক পরিদর্শন করেন মেয়র। এই সময় তিনি বলেন, মশা কমাতে সিটি কর্পোরেশনের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই ক্রাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে ওষুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষ সময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এজন্য জনগণের প্রতি আহ্বান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত সুচিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।’

s alam president – mobile

এই সময় মেয়রের সঙ্গে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!