রাঙামাটির নতুন ডিসি মোশারফ, বান্দরবানে মোজাহিদ

পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও বান্দরবানে জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিনকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে একই সঙ্গে রাঙামাটি ও বান্দরবান জেলাসহ মোট ১০ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও নিয়োগ দিয়েছে সরকার।

s alam president – mobile

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিবের সই করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!