স্ত্রীর সাথে মনোমালিন্য—তিন অবুঝ সন্তানকে বিষ খাইয়ে নিজেরও বিষ পান পিতার

বাবা ও মেয়ের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছে দুই শিশু

0

স্ত্রীর উপর অভিমান করে তিন অবুঝ শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন মো. আনোয়ার (৪০) নামে এক ব্যক্তি। বিষ খাইয়ে দেয়ার পর বাবার সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৯ বছরের শিশু সুমাইয়া আক্তার রাহীও। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে ৩ বছর বয়সী মাহিমা আক্তার ও ২ বছর বয়সী জাবেদ ইকবাল।

মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী অভিমান করে শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাপের বাড়ি চলে যায়। রাতে তিন সন্তানকে নিয়ে ঘরে ছিলেন মো. আনোয়ার।

রাতের কোনো একসময়ে মো. আনোয়ার ৩ শিশু সন্তানদের বিষ খাইয়ে নিজেও বিষ পান করে। রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাড়িতে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকলকে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে মো. আনোয়ার ও শিশু সন্তান সুমাইয়া আক্তার রাহী বিছানায় মৃত পড়ে আছে। মাহিমা আক্তার ও জাবেদ ইকবাল মুমূর্ষু অবস্থায় রয়েছে।

তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং নিহতদের ময়না তদন্ত করতে মর্গে প্রেরণ করে। সন্ধ্যা পর্যন্ত মাহিমা আক্তার (৩) এবং জাবেদ ইকবাল (২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টের পর নিহত আনোয়ার ও শিশু সন্তান সুমাইয়ার মৃতদেহ ময়না তদন্ত করতে মর্গে প্রেরণ এবং মাহিমা ও জাবেদ ইকবালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm