চট্টগ্রাম দক্ষিণ জেলায় স্বেচ্ছাসেবক দলের দুটি ইউনিটে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও কিশোরগঞ্জ জেলার নেতাদের যৌথ সভায় চট্টগ্রাম দক্ষিণের দুটি এবং কিশোরগঞ্জ জেলার দু’টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার দুটি ইউনিটের নতুন কমিটি অনুমোদন করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হল—
কর্ণফুলী উপজেলা
আহ্বায়ক: মোহাম্মদ ফারুক, সদস্য সচিব: মোহাম্মদ দিদারুল আলম। যুগ্ম আহ্বায়ক- ১. মোহাম্মদ মনোয়ার হোসেন ২. আব্বাস উদ্দীন ফারুকী ৩. মোহাম্মদ নাছির উদ্দীন ৪. মোহাম্মদ ফরিদুল আলম ৫. মো. মোরশেদুল আলম খান ৬. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ৭. মোহাম্মদ জাফর ৮. মোহাম্মদ শাহজাহান ৯. মোহাম্মদ আজমসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
আনোয়ারা উপজেলা
আহ্বায়ক: মো. নঈম উদ্দীন চৌধুরী, সদস্য সচিব: গাজী মো. ফোরকান। যুগ্ম আহ্বায়ক- ১. আতিকুর রহমান আতিক ২. আবু তৈয়ব মাহির ৩. মো. নিজাম উদ্দীন ৪. হেলাল উদ্দীন খান ৫. শামসুল ইসলাম ৬. মো. হাসান ৭. মো. ইমতিয়াজ হোসেন ইমন ৮. এস এম ইমতিয়াজ পিন্টু ৯. মো. নুরুল আলমসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
সিপি