s alam cement
আক্রান্ত
৯৯৩৪১
সুস্থ
৭০৯৫৮
মৃত্যু
১২২৭

দুবাই থেকে চট্টগ্রাম আসা বিমানে মিলল সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেট

0

দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিলল ২৫২ কার্টন বিদেশি সিগারেট। যেগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকার।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিমানবন্দর টিম এসব সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার সুমন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

উদ্ধার করা সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএস/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm