s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

‘দেশজুড়ে সহিংসতাকারীদের জবাব দেওয়ার সময় এসেছে’

0

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বাড়িতে বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলার প্রতিবাদ মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা ছাত্রলীগ।

বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল নেতৃত্বে বৃহস্পতিবার (১ এপ্রিল) এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে এ সময়, সুলতান মাহমুদ ফয়সাল বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে রুবেল-শোভনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ তরুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের মতো ভূমিকা পালন করে আসছে। সেই ক্ষোভ থেকেই সুযোগ পেয়ে রুবেল-শোভনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলামের উচ্ছৃঙখল নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘স্বাধীন দেশে নিজের বসতবাড়ি পুড়ে যাওয়া কতটা পরিতাপের তা সহজেই অনুমেয়। এরপরও দেশের স্বার্থে, মানুষের শান্তির কথা চিন্তা করে রুবেল-শোভন যে ধৈর্য্য শক্তির পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসার দাবীদার। সময় এসেছে ২০১৪ সালের নির্বাচনের আগের মতো বিএনপি-জামায়াত ও হেফাজতের দেশদ্রোহী আচরণের জবাব দেয়ার।’

সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করে ধ্বংস করতে দেওয়া হবেনা। দেশপ্রেম ঈমানের অঙ্গ আর ইসলাম শান্তির ধর্ম। ধর্ম ব্যবসায়ী, ইসলামের শত্রু বিএনপি, জামায়াত ও হেফাজতকে প্রতিহত করতে আমরা বায়েজিদ থানা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত আছি।’

Din Mohammed Convention Hall

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ টিটু, মনিরুজ্জামান সজল, আব্দুর রহিম জেকি, কায়েস হাশমী সুমন, মিরাজুল ইসলাম নিশাত, আহবায়ক সদস্য কমিটির সিরাজুল ইসলাম সবুজ, রবিউল ইসলাম রবিন,সাফাকাত মির্জা, মো. নাঈম।

এই কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করেন বায়েজিদ থানা যুবলীগ নেতা মো. কামাল উদ্দিন ও এমইএস কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ মনি।

এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা তানজিল বিন রফিক, জিসান টেন্ডল, সাইদুল আনোয়ার, আরিফ মাহিদ মহন সায়েদুল সোয়েব, ওয়াজিদ, বাবু, রেজা, ইমন, হেলাল, রকি, সাইফুল, জাবেদ, বোরহান প্রমুখ।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm