s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

দেড় লক্ষ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

0

দেড় লক্ষ ইয়াবাসহ কক্সবাজারের রামু থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামের নেতৃত্বে ডিবি ও রামু থানা পুলিশের যৌথ একটি টিম রাজারকুল ঢালারমুখ নামক স্থান থেকে ইয়াবাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলো-উখিয়া উপজেলার ওয়ালাপালং এলাকার রশিদ আহাম্মদের পুত্র আবুল কাসেম এবং বান্দরবানের লামা উপজেলার রিয়াজুর শরাই এলাকার সিরাজুল ইসলামের পুত্র আবু সৈয়দ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ নামক স্থানে একটি টমটম গাড়ি থেকে ২জন মাদক কারবারীকে আটক করা হয়। একই টমটম গাড়িতে অভিনব কায়দায় রাখা ১৫টি বিস্কুটের কার্টনের প্রতিটি থেকে ১০ হাজার পিস করে মোট দেড় লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm