কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়া সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত ছোটন বড়ুয়া (১৫) ওই পাড়ার তাছু বড়ুয়ার ছেলে ও নবম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ছোটন। এসময় তার সাথে থাকা লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
পরে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রশাসনের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ সৎকারের প্রক্রিয়া চলছে।
কেএস