s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

দোহাজারী যাওয়ার পথে রেলের ৩ বগি লাইনচ্যুত

0

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে দোহাজারীত যাওয়ার পথে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে ষোলশহর স্টেশনে সান্টিং অবস্থায় বগি ৩টি লাইনচ্যুত হয়ে পড়ে।

জানা যায়, শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের স্লিপার বহনকারী ডিকে স্পেশাল ট্রেনটি ১০টি মালবাহী বগি নিয়ে ষোলশহর স্টেশন থেকে দোহাজারি স্টেশন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের পিছনের ৩টি বগি লাইনচ্যুত হয় বলে রেলওয়ে কন্ট্রোল বিভাগ নিশ্চিত করেছে। খবর পেয় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

জেএস/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm