s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

জাতিসংঘ সংস্থার উপদেষ্টা হলেন চট্টগ্রামের সন্তান জালালুল হাই

0

জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) টোকিওর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন চট্টগ্রামের সন্তান মুহাম্মদ জালালুল হাই। গত ২২ জুন তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে । জাপানের সাথে বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা পেয়েছেন।

বর্তমানে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

উল্লেখ্য যে , জনাব হাই ২০১৬ সালে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাপান সরকারের সর্বোচ্চ রাজকীয় ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ খেতাবে ভূষিত হয়েছিলেন।

জালালুল হাই বর্তমানে তার প্রতিষ্ঠিত বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ‘হাইসন ইন্টারন্যাশনাল লিমিটেডের’ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসহ তৎকালীন বিনিয়োগ বোর্ডে কর্মরত ছিলেন। সরকারি চাকরিতে থাকাকালে তিনি অনেকবার টোকিওস্থ ইউনিডো অফিসে ‘বাংলাদেশ ডেলিগেট’ হিসাবে কাজ করেছেন।

এছাড়া তিনি ঢাকাস্থ জাপান দূতাবাসে ‘উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা’ হিসেবেও কর্মরত ছিলেন।

Din Mohammed Convention Hall

মুহাম্মদ জালালুল হাইয়ের জন্ম চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ পরিবারে। তিনি দরবারের বর্তমান সাজ্জাদানশীন (ক.)-এর ছোট ভাই।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm