s alam cement
আক্রান্ত
৫৭৩৭০
সুস্থ
৪৮৩৭৪
মৃত্যু
৬৭৪

চবি শিক্ষার্থীরা দুই ফি ফেরত পাবে, চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের প্রতিক্রিয়া

0

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের থেকে আদায় করা আবাসন ও পরিবহণ ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

রোববার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৭ তম যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে কীভাবে তা ফেরত দেয়া হবে সেটা বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক দপ্তর দেখবে।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ বলেন, গত অর্থবছরে অর্থাৎ ২০২০ সালের জুলাই মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীদের থেকে আদায় করা আবাসন ও পরিবহণ ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এই টাকাগুলো যেহেতু ব্যবহার করা হয়নি, তাই ফেরত দিয়ে দেয়া হচ্ছে।

এর আগে গত ২১ জুন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে ‘দেড় বছর ধরে বন্ধ চবিতে ২০ পদের ‘চাঁদার জুলুম’ ঘরে থাকা শিক্ষার্থীদের ঘাড়ে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

এমআইটি/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm