চট্টগ্রামে কোতোয়ালী থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) রাত ২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মামুন (২৮), শহিদুল ইসলাম জিসান (২৯), মো. সজীব (২৭), মো. শাকিল (২৪), সাঈদ হোসেন (২৪)
সিআরবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রনি তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে ঘোরাফেরা করছিল।
জেএস/এমএফও