s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

নাফ নদীর তীরে ২ রোহিঙ্গা শিশু ও ১ নারীর লাশ

0

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে থেকে ৩ জনের লাশ পাওয়া গেছে৷ এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন মহিলা। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক পরিচয়ে ৩জনই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ থানার একদল পুলিশ লাশগুলো উদ্ধার করে৷ এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান বলেন, টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে অজ্ঞাত এক নারী ও দুই শিশু রয়েছে।

ওসি জানান, এরা ৩ জনেই রোহিঙ্গা। সবাই উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm