নাম্বার প্লেট পাল্টে চোরাই মোটরসাইকেলে লেখা হয় ‘প্রেস’, ৮ চোর থেকে উদ্ধার ৫ বাইক

0

মোটরসাইকেল চুরি করে পাল্টে দেওয়া হয় তার নাম্বার প্লেট। লাগানো হয় প্রেসসহ বিভিন্ন স্টিকার, যাতে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ। এসব মোটরসাইকেল আবার বিক্রি হতো চট্টগ্রামের বাইরে। তবে, এত কিছু করেও শেষ রক্ষা হলো না। ধরা পড়তেই হলো চোরচক্রের ৮জনকে।

বুধবার ( ৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের এক অভিযানে ধরা পড়ে তারা, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি চোরাই মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হল- মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাত হোসেন (২২), মো. শহীদুল ইসলাম শহীদ (২১), মো. সোহেল ইকবাল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪) ও আব্দুর রহমান নোবেল (২৫)।

বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি) দুপুরে মনসুরাবাদ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন।

পুলিশ জানায়, নগরীর খুলশী, ডবলমুরিং থানাসহ ফেনী জেলার সোনাগাজী এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন জেলা শহর থেকে মোটরসাইকেল চুরি করে। পরে মো. মুন্না তার সহযোগীদের সাহায্যে চোরাই মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করে।

মোটরসাইকেলে ‘প্রেস’ লেখাসহ বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে বিক্রি করত তারা। তাদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm