সাতকানিয়ায় চণ্ডী বৈদ্যের ঘরে ‘ভোটের’ আগুন মধ্যরাতে

0

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়েছে একটি দেউড়ি ঘর। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চণ্ডী বৈদ্যের বাড়িতে এ ঘটনা।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন জানায়, কেঁওচিয়ার চণ্ডী বৈদ্যের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। রাত ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি দমকল বাহিনী।

স্থানীয় লোকজন জানান, রাতের অন্ধকারে কে বা কারা অকটেন তেল দিয়ে ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নির্বাচনী সহিংসতায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এই ঘটনায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। তাদের দাবি দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে আগুন দিয়ে দেউড়ি ঘরটি পুড়িয়ে দেয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল বলেন, কেঁওচিয়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএ/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm