চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে চট্টগ্রাম রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
এরমধ্যে বাংলাদেশ রেলওয়ের নিউ স্টোর ডিপো, ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা, পাহাড়তলী, ডিজেল কারখানা, ডিআরএমসহ রেলওয়ের বিভিন্ন দাপ্তরিক সংগঠনের নেতারা এই প্রচারণা চালান।
বুধবার ২৬ (জুলাই) পাহাড়তলী রেলওয়ে বিভিন্ন দপ্তরে বাংলাদেশ রেলশ্রমিক লীগের উদ্যোগে এই প্রচারণায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন বাচ্চু।
প্রচারণার পর বিভাগীয় কারখানা তত্ত্বাবধায়ক চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনায় ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ শাখার সাধারণ সম্পাদক সিরাজুল হক।
এই সময় উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিক।
আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র মল্লিক বিটু, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম ফটিক, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান।