পটিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

চট্টগ্রামের পটিয়া-কক্সবাজার মহাসড়কে লরির ধাক্কায় বাবা-ছেলে ও সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় পশ্চিম দিকে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মনসাপূজা শেষে মাংস নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান বাবা-ছেলে। এ ঘটনায় সিএনজি চালকও নিহত হন।

নিহত বাবা-ছেলে হলেন—শ্রীকান্ত ধর (৬৫) ও লিটু কুমার ধর (৩০)। তারা উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার ধর পাড়ার বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন সিএনজি চালক আলী আজগর (৩০)। তিনিও একই উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িহড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

নিহত সিএনজি চালক আলী আজগরের বড়ভাই জাহাঙ্গীর বলেন, শনিবার বিকালে আমার ভাই পার্শ্ববর্তী এলাকার সনাতন ধর্মাবলম্বী লিটু কুমার ধর ও তার বাবাকে নিয়ে শহরের বাসায় নিয়ে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি লরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকাল ৪টার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm