s alam cement
আক্রান্ত
৭৬৩২৬
সুস্থ
৫৪১৬১
মৃত্যু
৮৯৭

পতেঙ্গার কাছে ডুবে গেল অয়েল ট্যাংকার এমটি সুফলা

তলা ফুটো হয়ে ভেতরে ঢুকে যায় সাগরের পানি

0

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি অয়েল ট্যাংকার।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ডুবে যায় জাহাজটি।

তবে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ​‘এমটি সুফলা’কে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ​‘এমটি সুফলা নামের একটি অয়েল ট্যাংকার পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে যায়। জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।’

এমটি সুফলার কর্মকর্তা মোহাম্মদ হান্নান বলেন, ​‘জাহাজটি মাদার ভ্যাসেলে তেল সরবরাহ করতে আউটারে গিয়েছিল। সেখানে ইঞ্জিন বিকল হলে স্রোতের তোরে জাহাজটি অন্যত্র চলে যায়। সেখান থেকে আমাদের অপর জাহাজ এমটি মদিনা এমটি সুফলাকে উদ্ধার করে টেনে উপকূলে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু এতে সুফলার তলা ফুটো হয়ে ডুবে যায়। তবে সব নাবিক নিরাপদে আছে। জাহাজটিও উদ্ধারের কাজ চলছে।’

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm