s alam cement
আক্রান্ত
৭৬৩২৬
সুস্থ
৫৪১৬১
মৃত্যু
৮৯৭

মায়ের পর ছেলেও, ২৬ ঘন্টায় পরিবার খালি করোনার থাবায়

0

প্রথমে মা, এরপর ছেলে— মাত্র ২৬ ঘন্টায় একটি পরিবার প্রায় একটি প্রায় খালি হয়ে গেল করোনাভাইরাসের থাবায়।

চট্টগ্রাম নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু ঘটলো এভাবেই। নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোড এলাকার বাসিন্দা তারা।

এর মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় মা বিবি জয়নব রেনু মারা যান। এর মাত্র ২৬ ঘন্টা পর শনিবার (২৪ জুলাই) বেলা ১২টায় ছেলে রেজাউল্লাহ মোহাম্মদ সোহেলও মারা যান। তারা খাজা রোড এলাকার মরহুম আবদুল মাবুদের যথাক্রমে স্ত্রী ও পুত্র।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে গত ৮ জুলাই রেজাউল্লাহ মোহাম্মদ সোহেল প্রথমে নগরীর গোলপাহাড়ে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। এর এক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়ে ওই একই হাসপাতালে ভর্তি হন মা বিবি জয়নব রেনু।

কিন্তু তাদের দুজনেরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে তাদের ভর্তি করানো হয় নগরীর অক্সিজেন এলাকার এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই পর পর মৃত্যু হল মা ও ছেলের।

বিবি জয়নব রেনুর ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার বড় রেজাউল্লাহ মোহাম্মদ সোহেল। তিন বছরের এক মেয়ে ও এক বছর বয়সী একটি ছেলে রয়েছে সোহেলের।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm