পাঁচ ভাই মারা সেই পিকআপের চালক ঢাকায় গ্রেপ্তার

0

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় আপন পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনায় দায়ী সেই পিকআপ চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুর থেকে ওই চালককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূলত পিকআপের বেপরোয়া গতির কারণেই এই ঘটনা ঘটেছে। চাপা দিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায় চালক। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবা ডা. সুরেশ চন্দ্র শীলের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা হিসেবে ৮ ফেব্রুয়ারি পূজা দিতে চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং ফকিরশাহ এলাকার মন্দিরে যাচ্ছিলেন পাঁচ ভাই ও দুই বোন। রাস্তা পার হওয়ার সময় তারা এক পাশে দাঁড়িয়ে থাকলে একটি দ্রুতগতির পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পিকআপের চাপায় ঘটনাস্থলেই আপন চার ভাইয়ের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভাই মারা যান। নিহতরা হলেন— অনুপম চন্দ্র শীল, নিরুপম চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ চন্দ্র শীল।

গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। অপর এক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm