s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

পাকিস্তানি জার্সি গায়ে দিয়ে বিপাকে চট্টগ্রামে খেলা দেখতে যাওয়া দর্শক

1

পাকিস্তানি কি-না জিজ্ঞেস করতেই দিল দৌড়। পেছন থেকে বাংলাদেশী সমর্থকেরা ধাওয়া করে পাকিস্তানি সমর্থককে। একপর্যায়ে ডোবায় নেমে শেষমেষ প্রাণ বাঁচায় সে।

পাকিস্তানি জার্সি পড়ে খেলা দেখতে আসায় এক সমর্থককে ডোবায় নামিয়ে এভাবে শাস্তি দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। পরে ওই যুবককে ধরে তার শরীর থেকে জার্সি খুলে নেওয়া হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরুর দিকে মাঠের বাইরে এ ঘটনা ঘটে।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. হাসান বলেন, ‘পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। বাংলাদেশের কোনো নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে, তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা সকাল থেকে মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছি।’

তিনি বলেন, ‘সকালে একজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে চেয়েছিল। তাকে আমরা প্রবেশ করতে দেইনি।’

খেলা দেখতে আসা রবিউল হোসেন বলেন, ‘বাংলাদেশী নাগরিক হয়েও তারা মানসিকভাবে রাজাকারের বংশধর। তাদের প্রতিহত করা হচ্ছে খেলার মাঠে। অন্যকোনো দেশকে সমর্থন করলে আমাদের কিছু আসে যায় না। কিন্তু পাকিস্তানিদের সমর্থন করা মানে আমাদের স্বাধীনতার সাথে বেইমানি করা।’

হামিদুল্লাহ নামে একজন বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া কিংবা পতাকা ওড়ানোর মানেই হলো- সে রাজাকারের সন্তান।’

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

1 মন্তব্য
  1. আসল বাংলাদেশী বলেছেন

    আসলেই কি বাংলাদেশ স্বাধীন!!!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm