s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

চবিতে ভূমিকম্প চলাকালে হল থেকে লাফ দিয়ে শিক্ষার্থী আহত

0

ভূমিকম্প চলাকালে ভয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হল থেকে লাফ দিয়ে আহত হয়েছেন হোসাইন আহমেদ নামের এক শিক্ষার্থী।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে এ ঘটনা ঘটে।

আহত আহমেদ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে আলাওল সবচেয়ে পুরোনো বলে জানি। তাই হলের স্থায়িত্ব নিয়েও সন্দেহ ছিল। হলের যে অংশে থাকি সেখান থেকে সহজে নামার কোন পথও ছিল না। তাই আমি দোতলা থেকে লাফ দিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পাই।’

তিনি আরও বলেন, পরে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে গেলে ডাক্তার প্রাথমিকভাবে পেইন কিলার খেতে বলেছে। এরপর একটি এক্স-রে করানোর পরামর্শ দিয়েছে।

এমআইটি/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm